LPG / AUTOGAS কি?

এলপিজি / অটোগ্যাস হলো প্রাকৃতিক হাইড্রোকার্বন ফুয়েল যা বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ। অল্প প্রেসারে এটি গ্যাস হতে তরলে পরিণত হয় যাহার মাধ্যমে এলপি গ্যাসকে ছোট পরিসরে অধিকতর পরিমানে মজুদ করা সম্ভব। বর্তমান যুগে সারা পৃথিবীব্যাপী এই LPG / AUTOGAS যানবাহনে ব্যবহার হচ্ছে। এছাড়াও রান্নার জ্বালানী ও অন্যান্য হোম অ্যাপলাইন্সেস এর জ্বালানী হিসেবে এটি অনেক বেশী জনপ্রিয়। সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও নিরাপদ হওয়ায় দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে।

বাংলাদেশের অধিকাংশ জনগন রান্নার জ্বালানী হিসেবে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস এর উপর নির্ভরশীল। কিন্ত দেশের ১৭ কোটি মানুষের চাহিদার তুলনায় আমাদের ভূগর্ভস্থ গ্যাসের মজুদ খুবই নগণ্য। যার কারনে ইতমধ্যে বাসা বাড়িতে এবং কলকারখানার পাইপলাইনের অধিকাংশ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এছাড়াও দেশের যানবাহন সেক্টরে একটি বৃহৎ অংশ প্রাকৃতিক গ্যাস তথা CNG এর উপর নির্ভরশীল।

জরিপে দেখা গেছে শতকরা ৯০% প্রাইভেট কার, ৭০% Human Hauler, Tempo, Taxi এবং City Bus নামে সুপরিচিত যানবাহনগুলি প্রধান জ্বালানী হিসেবে CNG ব্যবহার করছে। চাহিদার তুলনায় স্বল্প মজুদের কারনে বাংলাদেশের জ্বালানী ক্ষেত্রে তীব্র ঘাটতি দেখা দিয়েছে।



lpg autogas
LPG distribution chain concept of ASIACOM


বাংলাদেশের জ্বালানী ক্ষেত্রে এই তীব্র ঘাটতি পূরণের লক্ষে আমরা ASIACOM ENERGY & TECHNOLOGY LIMITED বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সাথে নিয়ে এসব প্রকল্পের মাধ্যমে দেশের সাধারন ভোক্তাদের LPG / AUTOGAS সরবরাহ করে কিছুটা হলেও এই তীব্র জ্বালানী সংকট মেটাতে পারব। সাধারন ভোক্তাদের সেবায় আমাদের প্রস্তাবিত প্রকল্প সমূহ হল:

autogas refueling stationLPG / AUTOGAS রিফুয়েলিং ষ্টেশন
LPG Sattelite StationLPG স্যাটেলাইট স্টেশন
LPG Storageরেটিকুলেটেড পদ্ধতিতে LPG মজুদ ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ

আমাদের ASIACOM এর রয়েছে নিজস্ব সম্পূর্ণ অত্যাধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন এল.পি.জি./অটোগ্যাসে কনভার্শন সেন্টার যা দক্ষ, মেধাবী ও প্রশিক্ষীত ইঞ্জীনিয়ার দ্বারা পরিচালিত। আমরা দিচ্ছি ইউরোপের Wentgas (মাদার কোম্পানী ATIKER) ব্র্র্যান্ডের এল.পি.জি. কনভার্শন কিট যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্র্র্যান্ড। তাই আপনার গাড়িটি এল.পি.জি./অটোগ্যাসে কনভার্শন করতে আজই যোগাযোগ করুন।

Contact Us

Please Write your Query Here